নিজস্ব প্রতিবেদক :: গোসল করতে নেমে সুরমা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত আব্দুল হাদী (১২) সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার আব্দুল আাজিজের ছেলে।
রোববার (১০ মে) বিকেল দক্ষিণসুরমার বরইকান্দি এলাকায় এঘটনা ঘটে। পরে বিকেল পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিশোরের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কারনায়েন।
তিনি জানান, বিকেলে হাদী ও তার বন্ধু সুরমা নদীতে গোসল করতে যায়। বন্ধু উঠে এলেও হাদী উঠতে পারেনি। বিকেল পৌঁনে পাঁচটায় আমরা তথ্যটি জানতে পারি।
পরে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৫টা ৫০ মিনিটে তাকে উদ্ধার করে। লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।