সংবাদ বিজ্ঞপ্তি:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ৪ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এনআরবি ব্যাংক।
ব্যাংকের অন্যতম ডিরেক্টর ইমতিয়াজ আহমদ’র ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে আজ রবিবার (১০মে) বেলা ৩টার দিকে সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া (রাসোস) ও দর্জিপাড়া (সৌরভ) এলাকায় পৃৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আ.লীগের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হােসেন বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির খবরাখবর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সরাসরি নিচ্ছেন। অসহায় মানুষের প্রাপ্য অধিকার খাদ্যসহায়তাসহ সরকারি সকল সাহায্য যাতে সঠিকভাবে মানুষের কাছে পৌছে সেই বিষয়টিও তিনি মনিটরিং করছে। ইতোমধ্যে যারা ত্রাণ নিয়ে কেলেংকারি সৃষ্টি করেছেন তিনি কাউকে ছাড় দেবেন না।
আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। জনগণের দু:খে-কষ্টে আছে থাকবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের ম্যানেজার প্রশান্ত বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের পরিচালক হুরায়রা ইফতার হােসেন, যুবলীগ নেতা আব্দুর রব সায়েম, ২ৎযুবলীগ নেতা জগলু প্রমুখ।