আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:২৫

ইফতার গ্রহণের সময়ের দোয়া

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১০, ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ
ইফতার গ্রহণের সময়ের দোয়া

লুকমান হাকিম:: আজ ১৬ রামাযান, ১৪৪১ হিজরি মোতাবেক ১০ মে, ২০২০ ইংরেজি। মাগফিরাত দশকের ষষ্ঠ দিন আজ।

ইফতার গ্রহণের সময়ের দোয়া: ﺍَللهم ﻟَﻚَ صمت ﻭَﻋَﻠﻰٰ ﺭِﺯْﻗِﻚَ ﺃَﻓْﻄَﺮْﺕ .
হে আল্লাহ! আমি তোমার জন্যই রোযা রেখেছিলাম এবং তোমার রিযিক দ্বারাই ইফতার করলাম।
(আবু দাউদ: ২৩৫৮)

ইফতারের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পড়তেন-
ﺫَﻫَﺐَ ﺍﻟﻈَّﻤَﺄُ ﻭَﺍﺑْﺘَﻠَّﺖِ ﺍﻟْﻌُﺮُﻭْﻕُ ﻭَﺛَﺒَﺖَ ﺍﻟْﺄَﺟْﺮُ ﺇِﻥْ ﺷَﺎﺀَ ﺍﻟﻠﻪُ.
ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ، ﻭﺻﺤﺤﻪ ﺍﻟﺤﺎﻛﻢ ﻓﻲ ﺍﻟﻤﺴﺘﺪﺭﻙ.
পিপাসা দূর হল, শিরা-উপশিরা সতেজ হল আর আল্লাহ তাআলা চান তো রোযার সওয়াব লিপিবদ্ধ হল। (আবু দাউদ: ১/৩২১, ২৩৫৭; হাকেম: ১৫৭৬)

আরও পড়ুন:  সেদিন সত্য-মিথ্যার পার্থক্য উদ্ভাসিত হয়ে উঠেছিলো: আল্লামা গাছবাড়ী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১