নিজামুল হক লিটন:: সিলেট নগরীর ভাসমান ব্যবসায়ীদের নতুন দুই ঠিকানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সিলেটের রেজিস্টারি মাঠ ও দূর্গাকুমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠই এখন হকারদের পূর্নবাসনের বর্তমান ঠিকানা।
মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে হকারদের পাশে, পুলিশ ও তাদের পাশাপাশি মাঠে রয়েছে বাংলাদেশ সোনা বাহিনী।
গতকাল শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ও দক্ষিণের ডিসি আজবাহার আলী শেখ সিলেটের বার্তা কে জানান, আমাদের পুলিশ বাহিনী সব সময় কঠোর অবস্থানে মাঠে করে যাচ্ছে।
তিনি আরো জানান, গরিব হকারদের সীমানা অস্থায়ী স্থান নির্ধারণ করে দেওয়া ও মানুষকে তিন ফুট দূরেত বজায় রেখে চলতে ও ফুটপাতের উপরে, অবৈধ দোকান বসাতে না করেন হকারদের, বলে দেওয়া এবং পুরো সিলেট, শহরে আমাদের পুলিশ বাহিনী ও সোনা বাহিনী রয়েছে মাঠে , তিনি আরো জানান রমজান মাসের জন্য হকারদের রেজিস্টারি মাঠে ও বন্দরবাজার দুর্গা কুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাট দেওয়া হয়েছে।
এব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মিয়া সিলেটের বার্তা কে জানান আমাদের পুলিশ বাহিনী মাঠে আছে সব সময়।