সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে এবার করোনায় আক্রান্ত হয়েছেন একজন ‘কোরআনে হাফেজ’।
এনিয়ে সিলেটের গোলাপগঞ্জে তৃতীয় ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে।
আক্রান্ত কোরআনে হাফেজ (৩০) উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর নোয়াই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, ওই রোগী ঢাকায় থাকতেন। সেখানে থাকা অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় রোগী নিজে পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরীক্ষায় তার রিপোর্ট আসে পজিটিভ।শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাদেপাশা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল আহাদ জানান, আক্রান্ত ব্যক্তি বুহস্পতিবার ঢাকা থেকে বাড়ী আসে। সমস্যা জানতে পেরে তিনি (ইউপি সদস্য) শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠান।
তিনি বলেন, ওই ব্রক্তি ঢাকা থেকে ফেরে তার বাড়ীতে দুই রাত একদিন অবস্থান করেন। বাড়ীতে অবস্থান করায় লোকজনের সংস্পর্সে আসা স্বাভাবিক। এজন্য তারা উদ্বিগ্ন।
এব্যাপারে কোন পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।এলাকা বিপদমুক্ত রাখতে প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন ওই ইউপি সদস্য।