সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে হ্যান্ড ওয়াশ বেসিং স্থাপন করেছে সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ইউনিলিভার ও ২০৩০ ওয়াটার রিসোর্সের সহযোগিতায় ২টি হাত ধোয়ার স্টেশন স্থাপন করা হয়।
এই কর্মসূচির উদ্বোধন করেন সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল।
কার্যকরী সদস্য সুয়েব আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি, সিলেট ইউনিটের উপ পরিচালক আব্দুস সালাম, কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, ইউনিলিভার এর টেরিটরি ম্যানেজার নাজিউর রহমান, যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, যুব সদস্য লাবিব প্রমুখ।