
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জৈন্তাপুরে ১০ কার্টন ভারতীয় বিড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) ভোর ৪টায় উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বিড়াখাই গ্রামের জনৈক ফারুক মিয়ার বাড়ির পাশের নদী থেকে এই বিড়ির চালানটি জব্দ করা হয়।
জব্দ হওয়া চালানে ১০ কার্টন নাসির বিড়ি ছিল।এসময় আটক করা হয় উপজেলার নোয়াগাঁও উত্তরের আব্দুল আজিজের ছেলে আব্দুস সালামকে (৩৮)। ধৃত চোরাকারবারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন জৈন্তাপুর মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় আটক আসামীর বিরুদ্ধে মামলা (০৫(০৫)২০২০) দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।