সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রবিবার থেকে কুয়েতে ২০ দিনের কারফিউ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২০, ০২:৪৭ পূর্বাহ্ণ
রবিবার থেকে কুয়েতে ২০ দিনের কারফিউ

আন্তর্জাতিক বার্তা:: আগামি ১০ মে, রবিবার থেকে কুয়েতে ২০ দিনের কারফিউ জারি করেছে কুয়েত সরকার। মহামারী করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে এ কারফিউর নির্দেশ জারি করেছে দেশটি।

শুক্রবার দেশটির তথ্য মন্ত্রণালয় তাদের টুইটার পেজে এ তথ্য জানিয়েছে।

গত ২০ এপ্রিল থেকে কুয়েতে ১৬ ঘণ্টার কারফিউ বলবৎ ছিল। তবে সম্প্রতি দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে এবার ২৪ ঘণ্টার একটানা কারফিউ জারির ঘোষণা দেওয়া হলো।

তবে রমজানের এই সময়ে কারফিউর আওতামুক্ত বিষয়ের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তথ্য মন্ত্রণালয়। পরবর্তীতে এ বিষয়টি জানানো হবে বলা হয়েছে বিবৃতিতে।

শুক্রবার উপসাগরীয় অঞ্চলের দেশটিতে নতুন করে ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন আক্রান্ত। এতে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৭ হাজার ২০৮ ও ৪৭ জন দাঁড়িয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১