
সিলেটের বার্তা ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন বলে বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।
শুক্রবার (৮ মে) খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, ‘উনি (খালেদা জিয়া) এখনো কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন।তার শারীরিক অসুস্থতা কেচে উঠে নি এখনো। খুব ধীর গতিতে শারীরিক অবস্থার অগ্রগতি হচ্ছে।
এখনো তার হাত-পায়ে ব্যথা আছে। হাতের আঙুল আগের মতই বাঁকা হয়ে আছে। ডায়াবেটিসও পুরো নিয়ন্ত্রণে নেই। খালেদা জিয়া যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।’
তিনি বলেন, ‘উনি অসুস্থ থাকলেও রোজা রাখছেন। প্রতিদিন আমরা দুই বোন এক সাথেই ইফতার করি। রাতের খাবারও একসাথেই হয়। আমার ছোট ভাইয়ের স্ত্রী (শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা) বিকেলে এসে সবকিছু ঠিক করে দিয়ে যায়।’
হাসপাতালে নিয়ে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘দেশের বর্তমান যে পরিস্থিতি, বৈশ্বিক যে অবস্থা এখন তো সেটা সম্ভব নয়। সেজন্য তাকে বাসায় চিকিৎসা নিতে হচ্ছে। আর যারা চিকিৎসা দিচ্ছেন, সেই টিমে যারা সদস্য তারা সবাই এক্সপার্ট।’
জানা গেছে, খালেদা জিয়া এখন বেশিরভাগ সময় কোরআন তেলওয়াত ও তজবীহ পাঠসহ ইবাদত বন্দেগীর মধ্যে থাকেন। এছাড়া টেলিফোনে দুই ছেলের স্ত্রী ও নাতনীদের সঙ্গেও কথা তিনি বলেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় উঠেন তিনি।