আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৯

মৌলভীবাজারে করোনা আক্রান্ত ৩৫ জন, এক নারীর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২০, ০১:০৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে করোনা আক্রান্ত ৩৫ জন, এক নারীর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে মৌলভীবাজারে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৩৫ জন।

শুক্রবার জেলার কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

 মৃর্ত্তিঙ্গা চা বাগানের পাথরটিলার (৫৫) বছরের এক মহিলা কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা, সর্দি ও কাশিতে ভোগছিলেন। পরিবারের লোকেরা স্থানীয়ভাবে চিকি’সা করাচ্ছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে ঔষধ খাওয়াতে গেলে মৃত পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড সদস্যকে অবহিত করলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানান। স্বাস্থ্য কর্মীরা রাতে তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন।
ইউপি সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিতি করেছেন।

এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যু বরন করেছেন। জেলায় এপর্যন্ত মোট ৩৫ জন করোনা আক্রান্ত হযেছেন।

এরমধ্যে সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীসহ ১০ জন, পুলিশ, আনসার, স্বাস্থ্যকর্মীসহ আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় দুই জন মারা যাবার পর তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুন:  শামসুদ্দিন হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭