লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে বিষপানে দুই সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮-মে) সকাল ৯টার দিকে জেলার মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সাবিনা বেগম(৩০) কে ৮/৯ বছর পূর্বে বিয়ে দেন উপজেলার শিয়ালউড়ি গ্রামের আব্দুস শহীদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে। বিয়ের পর তাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া লেগে থাকত।
শুক্রবার আনুমানিক সকাল ৯ টার সময় সকলের অগোচরে সাবিনা বিষ খেয়ে ছটফট করতে থাকলে গ্রামের মানুষ জানাজানি হয়ে যাবে সেই ভয়ে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।