আজ মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২০, ০৭:৫২ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির জায়গা নিয়ে ঝগড়ার জের ধরে ভাতিজার হাতে খুন হয়েছেন আপন চাচা।

নিহত আব্দুল জব্বার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের টুটন উল্লাহর ছেলে।

এ ঘটনায় নিহতের ভাতিজা ফাহিম আহমদকে (২১) গ্রফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ মে) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, একই বাড়িতে পাশাপাশি ঘরের বাসিন্দা তারা। বাড়ির জায়গা নিয়ে ঝামেলার জের ধরে ফাহিম তার চাচাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে।মরদেহের পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সিলেটের বার্তা ডেস্ক

আরও পড়ুন:  পযটকদের ডাকছে সিলেটের ‘আন্দু লেক’