
লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: মহামারী করোনাভাইরাসের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হবিগঞ্জের সবজি চাষীরা। সিলেটের বার্তার সরেজমিন অনুসন্ধানে উঠেছে জেলার প্রত্যন্ত অঞ্চলের সবজি চাষীদের দৈন্যদশা।
শুক্রবার (৮-মে) মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় উপজেলা জুড়ে সবজি চাষিরা নানা রকম সবজি চাষ করছেন।
কৃষকরা আশঙ্কা করছে ব্যাপক ক্ষতিতে পরতে হবে। করোনা ভাইরাসের প্রভাবে মাধবপুর উপজেলা ইউনিয়ন গুলোসহ পৌর শহর এখন লকডাউন করে দেয়া হয়েছে মানুষ জন ঘর থেকে বের হবে না।
কৃষকরা জানান, সবজি হচ্ছে পচনশীল পণ্য ক্ষেতে বিভিন্ন রকম সবজি পচন শুরু করেছে যেমন টমেটো শশা বেগুন লাউ কমড়ু ইত্যাদি আরও জানান তারা এখন অর্থনীতি ক্ষতিতে পরতে হবে সরকারের সহযোগিতা কামনা করছে।
মাধবপুর আদাঐর ইউনিয়নের রাজনাগর গ্রামের এক শসা চাষি তাহের মিয়া সাংবাদিক কে জানান, করোনা ভাইরাসের প্রভাব পরেছে এখন সবজিতে দেশ এখন লকডাউন থাকাতে চাহিদা কমে গেছে। শসা বিক্রি করতে পারছি না ক্ষেতে শসা পরে আছে বাজারে বিক্রির জন্য নিতে পারছি না।
তিনি আরও জানান, আমি ২০ শতকে একটা শসা ক্ষেত করেছি ও ৩৫ শতকে টমেটো ক্ষেত করেছি টমেটো এখন ক্ষেতে পচতেছে বিক্রি করতে পারছি না।