সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

একমাস পর শারীরিক দূরত্ব বজায় রেখে জুমা আদায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২০, ০২:০৫ অপরাহ্ণ
একমাস পর শারীরিক দূরত্ব বজায় রেখে জুমা আদায়

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘ প্রায় একমাস পর আধ্যাত্মিক রাজধানী সিলেটের মসজিদসমূহে উন্মুক্তজামাতে আদায় করা হল পবিত্র জুমার নামায।

ধর্মমন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে মুসল্লিদের দাঁড়াতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয় সরকার।

ফলে প্রায় একমাস পর মসজিদে জুমার নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন মুসল্লিরা।

শুক্রবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদগুলোয় জুমার নামাজ আদায় করা হয়েছে।

সিলেটে আজ হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদসহ প্রায় প্রত্যেকটি এলাকার মসজিদেই জুমার নামাজের সময়ই বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে হাজির হন। তবে সবাই মসজিদে তিন ফুট দূরত্ব হিসেব করে বসেন।

এছাড়া করোনা থেকে মুক্তি পেতে মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়। আর ৪ সপ্তাহ পর হলেও পবিত্র রমজান মাসে জামাতে নামাজ আদায়ের অনুমতি পেয়ে খুশি মুসল্লিরা।

শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি বলেন, ‘আমরা যারা নিয়মিত জামাতে নামাজ পড়ে অভ্যস্ত তারা এতদিন যেন একটা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। গতকাল থেকে মন খুলে মসজিদে আসার পরিবেশ শুরু হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে। আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার গত ৬ এপ্রিল থেকে মসজিদে জুমা ও পাঞ্জেগানা নামাজে সাধারণ মুসল্লিদের অংশ নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। একই সঙ্গে গত ২৩ এপ্রিল তারাবির নামাজে ১২ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়। গত বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায়ের জন্য ১২টি শর্ত বেঁধে দেওয়া হয়।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১