সিলেটের বার্তা ডেস্ক:: বৃহত্তর সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নিয়মিত চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে চেম্বার বিল্ডিংয়ের হলরুমে চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মাসুদ আহমদ চৌধুরী, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), জনাব মোঃ আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, শমশের জামাল প্রমুখ।