আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৬

এপ্রিলে ৮০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৮, ২০২০, ০৩:০৬ পূর্বাহ্ণ
এপ্রিলে ৮০ হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক বার্তাঃ বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে গেলো এপ্রিল মাসে গড়ে প্রতিদিন পুরো বিশ্বে প্রতিদিন ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।

এমন তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসে সংক্রমণে সারা বিশ্বে ৩৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ইউরোপের স্পেন, ইতালি ও যুক্তরাজ্যের ভয়াবহ থাবা বসিয়েছে তারা। এপ্রিলে গোট বিশ্বে দৈনিক ৮০ হাজার মানুষের কোভিড-১৯ হওয়ার খবর পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পশ্চিম ইউরোপে সংক্রমণ কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।

জেনেভায় বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসেস বলেছেন ,’৩৫ লাখের বেশি মানুষের কোভিড-১৯ হয়েছে এবং এখন পর্যন্ত আড়াই লাখের মতো মানুষের মৃত্যুর খবর পেয়েছে ডব্লিউএইচও। এপ্রিলের শুরু থেকে গড়ে দৈনিক ৮০ হাজারের মতো নতুন সংক্রমণের খবর এসেছে আমাদের কাছে।’

ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কেবল সংখ্যাতেই সীমাবদ্ধ নয় জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, ‘প্রত্যেকটি করোনা আক্রান্ত মানেই হয় একজন মা, একজন বাবা, ছেলে, মেয়ে, ভাই, বোন কিংবা বন্ধুর শনাক্ত হওয়ার খবর।’

এখন পূর্ব ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও আমেরিকায় সংক্রমণ বাড়ছে। তবে যেসব দেশ লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে তাদের সতর্ক থেকে ও কিছু শর্ত মেনে তা করা উচিত বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন:  আবারও নির্বাচন না করার ইঙ্গিত মেয়র আরিফের

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১