
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কমমূল্যে ভোগ্যপণ্য ট্রাকে করে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)
বৃহস্পতিবার (৭-মে) মাধবপুর উপজেলা এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের করোনার প্রভাবে খরচ বাঁচাতে কমমূল্যে পণ্য কিনতে নারী-পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন।
মাধবপুরে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেন মাধবপুর উপজেলা সহকারি (ভূমি) আয়েশা আক্তার এসময় উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল হোসেন, সাংবাদিক লিটন পাঠান এবং অলক রায়,
এ সময় দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে।
মাধবপুর উপজেলা এলাকায় হবিগঞ্জের টিসিবির ডিলার পিন্টু রায়ের মাধ্যমে টিসিবি’র পণ্য পাচ্ছে বলে জানা যায় পিন্টু রায় জানান ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য খোলা বাজারে যা পাওয়া যায়- ৮০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫০ টাকা দরে ডাল ও চিনি এবং ৬০ টাকা দরে ছোলা বিক্রি করছে টিসিবি