সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে মাতালের কাঁচির আঘাতে যুবক খুন, ২ ঘাতক গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২০, ১০:৪৪ অপরাহ্ণ
হবিগঞ্জে মাতালের কাঁচির আঘাতে যুবক খুন, ২ ঘাতক গ্রেফতার

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে মাতালের কাঁচির আঘাতে কানাইঝুষি (২১) নামে এক যুবক খুনের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাত ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর পৌরশহরের শহরের নোয়াগাঁও ব্রীজ এলাকায় এঘটনা ঘটে

নিহত কানাই মাধবপুর পৌর শহরের গংগানগর গ্রামের ফটিক ঝৃষির ছেলে।

এঘটনায় পুলিশ ঘাতক রামপ্রসাদ ও ভানু ঝৃষি নামের দুইজনকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবার সূত্রে জানায়, কয়েক দিন আগে মজাক করে রাম প্রসাদ কানাই কে পাগল বলে। এতে রাগের বসে কানাই রাম প্রসাদকে একটি থাপ্পর মারে।

এঘটনা পরে পারিবারিক ভাবে নিস্পত্তি করা হয়। কিন্তুু রাম প্রসাদের ক্ষোভ রয়ে যায়।

আজ বৃহস্পতিবার (৭-মে) সন্ধ্যায় কানাই ব্রীজ এলাকায় গেলে পুর্ব থেকে উৎপেতে থাকা রামপ্রসাদ ও তার কয়েক সহযোগী এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে আহত অবস্হায় মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা

করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সত্যতা নিশ্চত করে বলেন। ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দু’জন কে গ্রেফতার করেছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০