আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৫৩

খুলবে না নয়াসড়কের কোন শপিংমল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২০, ০৭:১০ অপরাহ্ণ
খুলবে না নয়াসড়কের কোন শপিংমল

অর্থনীতি বার্তা:: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খুলবে না সিলেট নগরীর নয়াসড়ক এলাকার কোন শপিংমল৷

আজ বৃহস্পতিবার নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হলেও সিলেট নগরীর নয়াসড়কে দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সমিতি।

দেশ ও জনগণের স্বার্থে এবং মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ার বিষয়টি বিবেচনায় এনে নয়াসড়ক এলাকার দোকানপাট ও শপিংমল না খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

উল্লেখ্য যে, খ্যাতনামা প্রতিষ্ঠান মাহা, সী, লারিভ, আড়ং, সেইলর, মনোরম, কাশিস, কমলাভান্ডার, চন্দ্রবিন্দু, মাম্মী, পাপাই, প্রবর্তন, ট্রেডিশন, নবরূপাসহ সিলেটের বেশিরভাগ ফ্যাশন হাউস এই এলাকায় ব্যবসা পরিচালনা করে থাকে।

নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম জানান, সরকারের পক্ষ থেকে আগামী ১০ মে থেকে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত ও সাধুবাদ জানাই। কিন্তু একদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।

করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়, শপিং মলও বন্ধ রাখতে বলা হয়। সেই ছুটির মেয়াদ ইতোমধ্যে ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ার মধ্যেই ১০ মে থেকে বিকাল চারটা পর্যন্ত সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেয় সরকার।

আরও পড়ুন:  মাহমুদ-পলাশের নেতৃত্বে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭