লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর চা বাগানের মেডিক্যাল অফিসার মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আক্রান্ত মেডিক্যাল অফিসার শওকত আলী তিনি মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত।
বর্তমানে তিনি ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার রাতে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা স্থানীয় চেয়ারম্যান সহ গিয়ে তার পরিবার ও হাসপাতাল সংশ্লিষ্ট ১৭ টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
ডাক্তার শওকত আলী জানান , গত শুক্রবার ( ১ মে) রাতে নিজের ঘরে পরিবারের সদস্যদের নিয়ে তারাবী নামাজ পড়ার সময় অসুস্থতা অনুভব করি।পরে আবার শরীর সুস্থ হয়ে যায়। পরদিন শনিবার রাতে আবার অসুস্থ বোধ করলে রবিবার ( ৩ মে) সকালেই চিকিৎসার জন্য ঢাকায় সিএম
এইচে চলে আসি। এখানে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি। কিভাবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি জানান, আমি চা বাগানের বাইরে কোথাও যাইনি। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আমাকে অবগত করলে আমি ফোর্স নিয়ে সুরমা চা বাগানে ডাক্তারের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে তার বাড়ি ও তার পরিবার সংশ্লিষ্ট ৪ টি বাড়ি এবং হাসপাতাল সংশ্লিষ্ট ১২ টি বাড়িসহ মোট ১৭ টি বাড়ি লকডাউন করে দিয়েছি।