বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা দিলোওয়ার হোসাইন।
গতকাল বুধবার দুপুরে বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসক্লাবের সদস্যদের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, প্রশিক্ষন সম্পাদক কবি মীম হুসাইন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা’র সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সভাপতি হুসাইন আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এস এম হেলাল, সদস্য তারেক আহমদ, লিটন দাস লিকন প্রমুখ।