নিজস্ব প্রতিবেদক:: প্রয়াত ডা. মঈন উদ্দিনের পর এবার সিলেটে মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক প্রবীণ চিকিৎসক ও তার স্ত্রী।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে বুধবার তাদের করোনা পজেটিভ সনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত চিকিৎসক ও তার স্ত্রী বর্তমানে সিলেটে বাসায় আইসোলেটেড আছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ সুত্র জানিয়েছে, আক্রান্ত ঐ চিকিৎসক সিলেটের প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। আক্রান্ত দম্পতি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। গত মঙ্গলবার তাদের পরিবারের ৬ সদস্যের নমুনা নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক ও তাঁর স্ত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।