আন্তর্জাতিক বার্তা:: রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত সংস্কৃতিমন্ত্রীর নাম ওলগা লিউবিমোভা।
এনিয়ে দেশটির মন্ত্রীসভার মোট ৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার তথ্যটি নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস।
ওলগা লিউবিমোভার প্রেস সচিব আন্না উসাচেভা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর করোনায় আক্রান্তের লক্ষণগুলো হালকা। তিনি বাড়িতে থেকে কাজ করছেন।
এর আগে প্রধানমন্ত্রী মিখাইল মিসহুস্তিন গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ।
গত সপ্তাহে নির্মাণ বিষয়ক জানিয়েছিল, এই দপ্তরের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইয়াকুশেভের উপমন্ত্রী দিমিত্রি ভলকভও করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার টানা চতুর্থ দিনে রাশিয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৯২৯ এ দাঁড়িয়েছে।