আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১০

করোনা ঠেকাতে সিলেট কারাগারে বন্ধ করা হলো স্বজনদের সাক্ষাৎ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২০, ১০:২৫ অপরাহ্ণ
করোনা ঠেকাতে সিলেট কারাগারে বন্ধ করা হলো স্বজনদের সাক্ষাৎ

সিলেট কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে সিলেট কেন্দ্রীয় কারাগারে এবার স্বজনদের সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করেছে কারা কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে স্বজনদের সাথে কথা বলার জন্য বন্দীদের জন্য মুঠোফোনের ব্যবস্থা রয়েছে।

জানা গেছে, বর্তমানে উপসর্গহীন অনেক করোনারোগী ধরা পড়ছেন। এ বিষয়টিকে শঙ্কা হিসেবে দেখছে কারা কর্তৃপক্ষ। করোনাক্রান্ত উপসর্গহীন কোনো ব্যক্তি কারাগারে থাকা বন্দির সাথে দেখা করতে এলে করোনাভাইরাস কারা অভ্যন্তরে ছড়াতে পারে।
এ দিক বিবেচনা করে কারা কর্মকর্তা, কারারক্ষী ও বন্দিদের সুরক্ষায় কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছে গেল কয়েকদিন ধরে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল।
তিনি বলেন, ‘আপাতত বন্দিদের সাথে স্বজনরা দেখা করতে পারবেন না। যতোদিন লকডাউন থাকবে, আমরা কারা অধিদফতর থেকে পরবর্তী নির্দেশনা না পেলে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই অবস্থা বলবৎ থাকবে।’
আব্দুল জলিল আরো বলেন, ‘বন্দিরা যাতে স্বজনদের সাথে কথা বলতে পারেন, সেজন্য মোবাইল ফোনের ব্যবস্থা রয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার-১ ও সিলেট কেন্দ্রীয় কারাগার-২ মিলিয়ে ফোনবুথ আছে ৫টি। প্রত্যেক বন্দি সপ্তাহে একদিন মোবাইলে নিজের স্বজনের সাথে সর্বোচ্চ ৫ মিনিট কথা বলার সুযোগ পাচ্ছেন।’
বর্তমানে সিলেটের কারাগারে প্রায় ২৭০০ বন্দি রয়েছেন বলেও জানান এই কারা কর্মকর্তা।

আরও পড়ুন:  সিলেটে ‘ভোক্তা অধিকারের’ বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭