আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৬:২১

বাংলাদেশকে ভারতের ৩০ হাজার কিট উপহার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২০, ০৭:২৫ অপরাহ্ণ
বাংলাদেশকে ভারতের ৩০ হাজার কিট উপহার

ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এ টেস্ট কিটগুলো হস্তান্তর করেন।

আন্তর্জাতিক বার্তা:: বাংলাদেশকে৩০ হাজার কিট উপহার দিয়েছে ভারত সরকার।

মরণব্যধি করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্যের অংশ হিসেবে ৩০ হাজার ‘আরটি-পিসিআর’ টেস্ট কিট উপহার হিসেবে প্রদান করেছে ভারত।

বুধবার (৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে এ টেস্ট কিটগুলো হস্তান্তর করেন ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

ঢাকায় ভারতীয় হাইকমিশন তার ফেসবুক পেজে বাংলাদেশকে টেস্ট-কিট হস্তান্তরের ছবি ও তথ্য প্রকাশ করে লিখেছে, দুঃসময়ে পাশে থাকি, বন্ধু বলে যখন ডাকি। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ভারতের জরুরি সহায়তার এটি তৃতীয় চালান।

এর আগে ভারত গত ২৬ এপ্রিল বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস দেয়।

তারও আগে গত ২৫ মার্চ ভারত বাংলাদেশকে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান হস্তান্তর করে।

আরও পড়ুন:  হবিগঞ্জে মা বাবার পাশ থেকে সন্তান চুরি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১