আন্তর্জাতিক বার্তা:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্দোনেশিয়ায় চিল্লায় যাওয়া বাংলাদেশের তাবলীগের ৩ জন সাথী।
তথ্যটি নিশ্চিত করেছে জাকার্তা পোস্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ সুমাত্রায় তাবলিগের ওই জামাতে ১৪ বাংলাদেশি ছিলেন। এদের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে প্রাদেশিক রাজধানী লালেমবাংয়ের মোহাম্মদ হোসিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাউথ সুমাত্রা হেলথ এজেন্সি ইউসরি বলেছে, ‘তাবলিগ জামাতের এই সদস্যরা এর আগে বোগরে সফর করেছিলেন (পশ্চিম জাভা)।
ইন্দোনেশিয়া করোনা সংক্রমণের জন্য ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত বোগোর। এখানে ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৪ জন।
আক্রান্ত তিন বাংলাদেশির মধ্যে এক জনের বয়স ৬৪ বছর ও অপরজন ৫৬ বছরের পুরুষ এবং তৃতীয় জন ৫৪ বছরের নারী। অপর ১১ বাংলাদেশিকে আক্রান্ত সন্দেহে জাকাবারিং গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে।
ইউসরি বলেছে, ‘এই তিন জনের করোনা পজিটিভ শনাক্তের পর তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল এমন লোকদের আমরা খুঁজছি। এটা তাবলিগের ইন্দোনেশীয় সদস্য হতে পারে অথবা মসজিদের কাছাকাছি বাস করা মানুষ হতে পারে।