সিলেটের বার্তা ডেস্ক:: সারাদেশে সকল আদালতে সাধারণ ছুটি বর্ধিত করা হয়েছে। মহামারী
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। এর সাথে দেশে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতের ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
৫ মে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।