নিজস্ব প্রতিবেদক:: মান নিম্ন, মেয়াদোত্তীর্ণ পণ্যে রাখার অপরাধে সিলেটে খাদ্য প্রস্তুতকারী তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালায় র্যাব।
অভিযানে সুমন ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা, আনন্দ ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা ও সাদ এন্ড কো. লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাবের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. ফখরুল ইসলাম।