আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৪৭

স্বস্তি ফিরেছে ইতালিতে, ঘরের বাইরে ৬ কোটি মানুষ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২০, ০৩:৩৯ অপরাহ্ণ
স্বস্তি ফিরেছে ইতালিতে, ঘরের বাইরে ৬ কোটি মানুষ

আন্তর্জাতিক বার্তা:: অবশেষে টানা দুইমাসের পর স্বস্তি ফিরেছে ইতালির জীবনযাত্রায়। ঘরের বাইরে প্রশান্তির শ্বাস ফেলার সুযোগ হয়েছে দেশটির ৬ কোটি মানুষের।

সোমবার (৪ মে) লকডাউন শিথিল করার পর বাইরে আসার সুযোগ পেয়েছেন দেশটির নগারিকরা।

ইতালিতে গত কয়েকদিনে কমেছে করোনায় সংক্রমণের হার। বেড়েছে সুস্থতা। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার। আর আক্রান্ত দুই লাখ ১১ হাজার ৯৩৮ জন।

সোমবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৫ জন ও সংক্রমিত ১ হাজার ২২১ জন। দেশটিতে গত একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ১২২৫ জন করোনা রোগী। এনিয়ে সুস্থতার সংখ্যা ৮২ হাজার ৮৭৯ জন।

এদিকে লকডাউন শিথিলের প্রথম দিনে কাজে ফিরেছে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ। খুলেছে অফিস আদালত, উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকানপাঠ। রেস্টুরেন্ট, স্টেশনারি, বইয়ের দোকান, বাচ্চাদের কাপড়ের দোকান, কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

তবে আগামী ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

ইতালিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে খোলার কথা রয়েছে।

আরও পড়ুন:  রবিবার সিলেটে ১২৩ জনের করোনা শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০