আজ বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ২:২৮

করোনার মাঝেও জাল টাকার দান্ধা, কানাইঘাটে লাখ টাকাসহ যুবক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২০, ০৩:২৩ অপরাহ্ণ
করোনার মাঝেও জাল টাকার দান্ধা, কানাইঘাটে লাখ টাকাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক::একদিকে মহামারী করোনাভাইরাস, অপরদিকে চলছে রমজান, সামনে ঈদ। এই তিন সুযোগে করোনার মাঝেও জাল টাকার দান্ধায় তৎপর কালোবাজারিরা।

সিলেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে তাদের এজেন্ট। এমনই এক এজেন্টকে কানাইঘাটে আটকা পড়েছে র‌্যাবের জালে।

সিলেটের কানাইঘাট থেকে গতকাল সোমবার জাল টাকার নোটসহ ১ টাকা জালিয়াতকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গতকাল (৪ মে) বিকাল ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে উপজেলার সড়কের বাজার থেকে মো. লিটন মিয়া (৩২) নামক এক টাকা জালিয়াতকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. লিটন মিয়া (৩২) গোলাপগঞ্জ থানার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পরে তাকে জাল টাকার নোটসহ কানাইঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ -এর মিডিয়া অফিসার (এএসপি) ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাল টাকার কারবারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিলেটে আর যেসব স্থানে জাল টাকার কারবারিরা ছড়িয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:  আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে মহানগর আ.লীগের শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১