আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩১

সিলেটে একই টাওয়ারে চার বাসিন্দা করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২০, ০৩:১২ অপরাহ্ণ
সিলেটে একই টাওয়ারে চার বাসিন্দা করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের একই টাওয়ারে চার বাসিন্দা মরণব্যধি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট নগরীর সুবিদবাজারের মার্লিন টাওয়ারের বাসিন্দা।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, গত ২৯ এপ্রিল মার্লিন টাওয়ারের ১৬ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে। রবিবার (৩ মে) মার্লিন টাওয়ার থেকে আবারও চারজনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে একজনের বয়স ১২, দুজনের বয়স ১৬ থেকে ১৭ এবং আরেকজনের বয়স জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত স্বামী এবং সিলেট নগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এই দম্পতি মার্লিন টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন।

আরও পড়ুন:  নগরীতে সিসিকের অভিযান: আড়াই লাখ টাকা বকেয়া আদায় 

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১