আজ শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ৮:১৫

করোনায় লাশের মিছিল আড়াই লাখ ছাড়াল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২০, ০২:৫০ পূর্বাহ্ণ
করোনায় লাশের মিছিল আড়াই লাখ ছাড়াল

আন্তর্জাতিক বার্তাঃ মহামারী করোনাভাইরাসের ছোবলে বিধ্বস্ত বিশ্বের শক্তিধর রাষ্ট্রসহ সকল দেশ। মাত্র চার মাসের আঘাতে লাশের মিছিল আড়াই লাখ ছাড়িয়ে গেছে৷ 

করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৭ জন। আক্রান্ত ৩৬ লাখ ৩ হাজার ৫২১ জন।

করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৪৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মারা গেছেন ৬৯ হাজার ৮ জন।

এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।

মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে স্পেনে মারা গেছেন ২৫ হাজার ৪৩৮ জন, ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন। স্পেনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন, ফ্রান্সে ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন।

এছাড়া জার্মানি, রাশিয়া, তুরস্ক ও ব্রাজিলে লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৩৩৩ জন। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৮৪ হাজার ১৪১ জন। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ১১ জানুয়ারি এতে প্রথম মৃত্যুর কথা জানায় দেশটি। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০