আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:২৮

সরকারি অনুদানের চেক পেল গোয়াইনঘাটের ৩৬টি কওমি মাদরাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২০, ০৫:১৭ অপরাহ্ণ
সরকারি অনুদানের চেক পেল গোয়াইনঘাটের ৩৬টি কওমি মাদরাসা

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সরকারি অনুদানের চেক পেয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩৬টি কওমি মাদরাসা।

কোভিড-১৯ করোনাভাইরাস সৃষ্ট দেশের দুর্যোগময় মূহুর্তে সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার ১০টি ইউনিয়নের ৩৬ বেসরকারি কওমি মাদরাসা সমুহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৪লক্ষ ২৫ হাজার টাকার বিশেষ বরাদ্দের চেক বিতরণ সম্পন্ন করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালদের হাতে চেক বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছে, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস,  গোলাম সারওয়ার রাসেল,  গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক প্রমুখ।
চেক গ্রহীতা সমবেত আলেমদের উদ্দেশ্যে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেন,কওমি মাদ্রাসাসহ সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন ও সুরক্ষায় সরকার আন্তরিক।
আমাদের মন্ত্রীর প্রচেষ্টায় গোয়াইনঘাটের কওমি মাদ্রাসা সমুহে আজকে প্রধানমন্ত্রীর দেয়া এই ৪ লক্ষ২৫ টাকা তার জলন্ত উদাহারণ।
কওমি মাদ্রাসার শিক্ষকসহ,শিক্ষার্থীদের কল্যানে সরকারের সহযোগীতার প্রয়াস সব সময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন:  সিলেটে বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বাধীনতার মাসকে বরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১