সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

১০ হাজার ছাড়াল আক্রান্ত, আজও ৫ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২০, ০২:৫৯ অপরাহ্ণ
১০ হাজার ছাড়াল আক্রান্ত, আজও ৫ জনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: দেশে মরণব্যধি করোনভাইরাসে সনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৪৩ জনে।

৪ মে, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৬২৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা সোমবার, ৪ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৪৫ জনে।

গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০