নিজস্ব প্রতিবেদক:: প্রতিদিন তারাবির নামাযের পর নগরীতে অভূক্ত কুকুরের খোঁজে বের হন স্বেচ্ছাসেবি মোক্তার আহমদ। ফুড প্যাকেট নিয়ে অভূক্ত কুকুরদের পাশে দাঁড়ান তিনি।
সেভ সিলেটের এক ভলান্টিয়ার মোক্তার আহমদ খাবারের কিছু প্যাকেট নিয়ে বের হয়ে পড়েন সড়কে ঘুরে বেড়ানো কুকুরদের খোঁজে।
তিনি এভাবে প্রতিদিনই অভূক্ত কুকুরদের খাবারের যোগান দেন।