আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:৪৭

কর্মহীনদের জন্য জকিগঞ্জে শাহবাগ জামে মসজিদের উদ্যোগে খাদ্য সামগ্রী সরবরাহ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২০, ০৫:২২ অপরাহ্ণ
কর্মহীনদের জন্য জকিগঞ্জে শাহবাগ জামে মসজিদের উদ্যোগে খাদ্য সামগ্রী সরবরাহ

করোনা ভাইরাসের প্রভাবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। বাংলাদেশেও এর আঁচ এসে লেগেছে।কার্যত দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।এবার তাদের পাশে দাঁড়ালো কচুয়া মহল্লা জামে মসজিদ।

জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ কচুয়া মহল্লা জামে মসজিদ এর উদ্যোগে ও কচুয়া মহল্লা জামে মসজিদ এর মুসল্লীয়ান কেরাম এর আর্থিক সহযোগিতায় দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। যারা একান্ত অসুবিধার মধ্যে আছেন তারা মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

জানা যায়, প্রথম ধাপে অর্ধশতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসব উপহার সামগ্রী প্রদান করেন মসজিদের ইমাম মাওলানা মসুউদ আহমদ চৌধুরী।

আরও পড়ুন:  হুমায়ূন রশীদ চত্বরে মদের ব্যবসা, আটক ৩

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১