করোনা ভাইরাসের প্রভাবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। বাংলাদেশেও এর আঁচ এসে লেগেছে।কার্যত দেশ অচল থাকায় দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে অমানিশার অন্ধকার। যারা দিন আনে দিন খায় তারা কর্মহীন অবস্থায় নিজ বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে।এবার তাদের পাশে দাঁড়ালো কচুয়া মহল্লা জামে মসজিদ।
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ কচুয়া মহল্লা জামে মসজিদ এর উদ্যোগে ও কচুয়া মহল্লা জামে মসজিদ এর মুসল্লীয়ান কেরাম এর আর্থিক সহযোগিতায় দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। যারা একান্ত অসুবিধার মধ্যে আছেন তারা মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এ খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
জানা যায়, প্রথম ধাপে অর্ধশতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এসব উপহার সামগ্রী প্রদান করেন মসজিদের ইমাম মাওলানা মসুউদ আহমদ চৌধুরী।