আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৮

সিলেটে মুক্তি মিলল ৩২৩ জনের, কোয়ারেন্টিনে ১২৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২০, ০৫:০৫ অপরাহ্ণ
সিলেটে মুক্তি মিলল ৩২৩ জনের, কোয়ারেন্টিনে ১২৩

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন ৩২৩জন। এছাড়া নতুন করে সিলেট বিভাগে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১২৩ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে ৯ জন, সুনামগঞ্জে ১৬ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ৫৩ জন রয়েছেন।

আর গত ২৪ ঘন্টায় আরও ৩২৩ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এরমধ্যে সিলেটের ৬২ জন, সুনামগঞ্জের ১৪২ জন, হবিগঞ্জের ১০৭ জন ও মৌলভীবাজারের রয়েছেন ১২ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭৪১ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৫৪ জন।

আরও পড়ুন:  দুর্গাপূজা উপলক্ষে নগরবাসীকে মহানগর আ.লীগের শুভেচ্ছা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১