আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৫৬

কানাইঘাটে নিহত এবাদের বাড়িতে খাদ্য পাঠালেন পুলিশ সুপার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২০, ১১:৫৭ অপরাহ্ণ
কানাইঘাটে নিহত এবাদের বাড়িতে খাদ্য পাঠালেন পুলিশ সুপার

কানাইঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের কানাইঘাটে নিহত এবাদের বাড়িতে খাদ্যসহায়তা পাঠালেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির ছত্রপুর গ্রামের প্রতিপক্ষের হামলায় নিহত এবাদুর রহমানের দরিদ্র পরিবারের জন্য সিলেট জেলা পুলিশ সুপার ব্যক্তিগত তহবিল থেকে এক মাসের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পাঠিয়েছেন।

শনিবার পুলিশ সুপারের পক্ষে নিহতের পরিবারে খাদ্যসহায়তা নিয়ে কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।

পুলিশ সুপার এর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০কেজি চাল, তেল, পেয়াঁজ, ডাল এক মাসের খাদ্য-সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়। এবং নিহতের দুই ভাইকেও ৫কেজি করে চাল দেওয়া হয়| পুলিশ সুপারের সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি শামসুদ্দোহা পিপিএম|

এসময় উপস্তিত ছত্রপুর গ্রামের মুরব্বীদের উদ্দেশ্যে ওসি শামসুদ্দোহা বলেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিহত এবাদুর রহমানের বাড়ীতে পুলিশ সুপারের ব্যক্তিগত পক্ষ থেকে এক মাসের খাদ্য-সামগ্রী দেওয়া হলো|

নিহত এবাদুর রহমান কে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, কোন ভাবে এই খুনিরা পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না

আরও পড়ুন:  সিলেটে ধরা পড়লো আরও ৫৪ জনের করোনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭