
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে আরেক ব্যক্তির শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
৭৯ বছর বয়সি আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা।
এ নিয়ে গোয়াইনঘাট উপজেলায় দুই জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
এদিকে উপজেলা প্রশাসন, থানা পুলিশের সদস্যরা সরেজমিনে আক্রান্ত ব্যক্তির ধর্মগ্রামের বাড়ি পরিদর্শন করেন এবং ওই গ্রামের মসজিদসহ মোট ১২টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।