আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:২৬

হবিগঞ্জে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২০, ০৪:২৬ অপরাহ্ণ
হবিগঞ্জে পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

লিটন পাঠান, মাধবপুর:: হবিগঞ্জে পিকআপ ও ট্রাক্টর সংঘর্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালি জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।

আজ শনিবার (২ মে) সকাল ১০ টার দিকে মাধবপুরের আলাকপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে মাধবপুর- মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানটি খাদে পরে যায়। গুরুতর আহত অবস্থায় ২ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোক্তাদির চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০