
লিটন পাঠান, মাধবপুর:: হবিগঞ্জে পিকআপ ও ট্রাক্টর সংঘর্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালি জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।
আজ শনিবার (২ মে) সকাল ১০ টার দিকে মাধবপুরের আলাকপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে মাধবপুর- মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যানটি খাদে পরে যায়। গুরুতর আহত অবস্থায় ২ জন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোক্তাদির চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।