ধর্ম বার্তা:: আজ রাতে মুসলমানরা ৮ রমজানের সেহরি খাবেন। আগামিকাল শনিবার মাগরিবের আযানের সময় ইফতার করবেন।
৮ রামাযান,শনিবার -১৪৪১ হিজরি মোতাবেক ০২ মে -২০২০ইংরেজি।
পবিত্র সিয়াম সাধনার মাসকে সামনে রেখে সিলেট জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি হচ্ছে- আজ সিলেট জেলায় সেহরির শেষ সময় ৩: ৫৩ মিনিট। আর ইফতারের সময় হচ্ছে- সন্ধ্যা ৬টা ২৬ মিনিট।
এই সময়সূচি শুধু সিলেট জেলার জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, সতর্কার জন্য সেহরির ক্ষেত্রে সময় ৩ মিনিট কম এবং ইফতারের ক্ষেত্রে ৩ মিনিট বেশি ধরা হয়েছে।