সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রথম সংসদ সদস্য। আক্রান্ত সাংসদের বয়স ৬০ বছর।
তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নওগাঁ আসনের এমপি।
জাতীয় সংসদের একজন হুইপ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে গোপনীয়তার কারণে আক্রান্ত এমপির নাম প্রকাশ করেননি তিনি।
তিনি আরো জানান, আক্রান্ত সংসদ সদস্য সম্প্রতি তার নির্বাচনী এলাকা নওগাঁ থেকে রাজধানীর সরকারি বাসভবন ‘ন্যাম ফ্ল্যাটে’ উঠেন। এরপর বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ শুক্রবার তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান হুইপ।
এদিকে আক্রান্ত ওই সংসদ সদস্য বলেন, ‘এখনো রিপোর্ট হাতে পাইনি। তবে আইইডিসিআর থেকে আমাকে পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।’