সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে ২ পুলিশ সদস্যসহ ৫ জন এবং হবিগঞ্জে ৩ সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
জুড়ী থানার দুই পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে।
তাঁদের একজনের (২৭) বাড়ী সুুনামগঞ্জের দিরাই উপজেলায় এবং অপরজনের (২৬) বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, গত ২৬ এপ্রিল ওই দুই পুলিশ সদস্যসহ সন্দেহ জনক কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় এর মধ্যে দুই জন করোনা পজিটিভ। এরা দু’জনই জুড়ী থানার পুলিশ সদস্য।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নতুন ৫ জন আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ২ জন এবং কমলগঞ্জ উপজেলায় ২ জন রয়েছেন।
নতুন ৫ জনসহ এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে মৌলভীবাজারে ১২ জন আক্রান্ত ছিলেন।
এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কর্মরত তিন কর্মকর্তা করোনাভাইরাস (কোভিড১৯)আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে পাঠানোর উদ্যেগ গ্রহন করা হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চত করেছেন।
শুক্রবার তাদের করোনা রিপোট পজেটিভ আসার পর উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।
উপজেলার তিন টি গুরুত্বপূর্ন অফিসের তিন কর্মকর্তা করোনা আক্রান্ত হন। তাদের কার্যালয়ে লোকজনের যাতায়াত রয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, গত ২৬ এপ্রিল ওই তিন কর্মকর্তার নমুনা সংগ্রহ করে আইইডিসি আরে পাঠানো হয় আজ শুক্রবার তাদের রিপোট পজেটিভ আসে। ওই তিন কর্মকর্তাকে আইসোলেশনে পাঠানোর উদ্যেগ নেয়া হয়েছে। এর আগে স্বস্হ্য কেন্দ্রের এক ব্রাদার ও উপজেলার ঘিলা তলীগ্রামের এক নারীর করোনা পজেটিভ ধরা পড়ে