নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে চোরাই ৩ লাখ টাকাসহ চুরচক্রের ৪ সদস্যকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ সাদ্দাম মিয়া (২৭), পিতা-মোঃ মোতালেব মিয়া, সাং-শামুক, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমানে-হক মঞ্জিল, দুর্বার-১৬৫, শেখঘাট কলাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত মিরাজ আলী, সাং-পাইপুরা, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, বর্তমানে-ছড়ারপাড় ছালেক মিয়ার কলোনী, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ৩। মোঃ জাকির হোসেন (৩০), পিতা-মৃত আলী নেওয়াজ, সাং-বামই, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-মুছারগাঁও চৌধুরীর কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৪। সালমান আহমদ লিমন (৩৪), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-বড়বাড়ী আখালিয়া, থানা-জালালাবাদ।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
পুলিশ জানায়, সিলেট নগরীর শাহজালাল উপশহরে গত ২১ এপ্রিল ডি ব্লকের ৩৪ নং রোডের ১১ নং বাসার বাসিন্দা সহকারী কমিশনার, ভ্যাট, সিলেট প্রভাত কুমার সিংহ এর বাসায় দুর্ধষ চুরির ঘটনা সংঘটিত হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহ:) থানার মামলা (নং-০৬) তারিখ-২১/০৪/২০২০খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।
চুরির ঘটনার পর পর শাহপরাণ (রহ:) থানা পুলিশ চোরচক্রের সদস্যদের সনাক্তের জন্য সাঁড়াশি অভিযানে নামে।
শাহপরাণ (রহ:) থানার অফিসার ইনর্চাজ আব্দুল কাইয়ুম চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ শাহীন মিয়া, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই সোহলে রানা, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এসআই বিমল দে এবং এসআই কামরুল হুদা নাইম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাও উদ্ধার করা হয়।
এদিকে আটককৃতদের কাছ থেকে চুরি যাওয়া ৩,২০,০০০/-টাকার মধ্যে ৩,০০,০০০/-টাকা এবং এ্যাশ কালারের lenevo Yoga মডলেরে ল্যাপটপ যাহার মুল্য অনুমান ১,১০,০০০/-টাকা উদ্ধার করা হয়।