
সিলেটের বার্তা ডেস্ক:: খাদ্য সহায়তা নিয়ে হোটেল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে মোগলাবাজার থানা পুলিশ।
মহান মে দিবসের প্রথম প্রহরে শ্রমিকদের শ্রমের প্রতি শ্রদ্ধা আন্তরিক জানিয়ে মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন মোগলাবাজার থানা পুলিশ সদস্যরা।
এসএমপি পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বিপিএম’র প্রেরনায় ও থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন’র সার্বিক তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সকল সদস্যদের সহযোগিতায় এই সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
পহেলা মে রাতে সিলেট নগরীর ১৭ জন হোটেল শ্রমিকের মাঝে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি ডাল ও ১টি সাবান উপহার প্রদান করেন ওসি আখতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তপন মিত্র, টুলটিকর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আলী হোসেন, ব্যবসায়ী মুহিব রহমান প্রমুখ।