
নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় পুলিশ বক্সের পেছনে মিলল এক অজ্ঞাত ব্যক্তির লাশ।
আজ শুক্রবার বিকেল পৌণে ৩টার দিকে পুলিশ বক্সের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহা্ম্মদ সেলিম মিঞা জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করেছে
ওসি আরও জানান, মতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। ধারণা করা হচ্ছে মারা যাওয়া ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার পরিচয় সনাক্ত করা যায়নি।