আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৩৬

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২০, ০২:৫৪ পূর্বাহ্ণ
রাশিয়ার প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বৃহস্পতিবার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত এক সভায় তিনি পুতিনকে বলেন, ‘এই মাত্র আমি জানতে পেরেছি করোনাভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করাতে দিয়েছিলাম সেই রিপোর্ট পজিটিভ এসেছে।’

সে সময় তিনি উপ-প্রধানমন্ত্রী (প্রথম) আন্দ্রে বেলউসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। তার এই সিদ্ধান্তকে গ্রহণ করেছেন পুতিন।

তিনি এমনই দিনে করোনায় আক্রান্ত হলেন যেদিন দেশটিতে রেকর্ড ৭ হাজার ৯৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গেল জানুয়ারি মাসে মিশুস্তিনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। করোনা মহামারির সময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছিলেন।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে রাশিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৭৩ জন। সেরে উঠেছে ১১ হাজার ৬১৯ জন।

আরও পড়ুন:  তীব্র শীতে ইউক্রেনে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬০ লাখ মানুষ শ্যামল সিলেট ডেস্ক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০