হাবিবুর রহমান:: ‘ঘাম শুকাবার আগেই শ্রমিকের মজুরি দিয়ে দাও’ (আল-হাদিস)।
আজ রক্তঝরা সেই পহেলা মে। ১৮৬৬ সালের কথা- যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকের গোটা জীবন গিলে খাচ্ছিল কল-কারখানা। অসহনীয় পরিবেশে প্রতিদিন ১৬ ঘন্টা কাজ করতে হতো। সপ্তাহজুড়ে কাজ করে শ্রমিকদের স্বাস্থ্য একেবারে ভেঙে যাচ্ছিল। শ্রমজীবি শিশুরা হয়ে পড়েছিল কঙ্কালসার।
তখন দাবি উঠেছিল,কল-কারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেয়া যাবে না। ৮ ঘন্টা শ্রম দিনের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় ওই বছরের ১লা মে শ্রমিকরা ধর্মঘট আহবান করে। প্রায় তিন লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেয়। আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ১১ জন নিরস্ত্র শ্রমিক নিহত হন। আহত ও গ্রেফতার হন আরো অনেক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এতে বিক্ষোভ আরো প্রকট আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
পহেলা মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় ফ্রান্সে। ১৪ জুলাই ১৮৮৯ সালের আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে। পরবর্তীতে ১৮৯০ সাল থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’।
★বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি নিম্ন-মধ্য আয়ের দেশ। এই দেশে শ্রমজীবি মানুষের সংখ্যা অনেক। শ্রমজীবী-কর্মজীবীদের ন্যায্য মজুরি ও জীবনযাত্রার মান নিশ্চিত করার দায়িত্ব মালিকপক্ষের যেমন রয়েছে তেমনি তা লঙ্ঘিত হলে দায়ী মালিকপক্ষকে আইনের আওতায় শাস্তির মুখোমুখি করার দায়িত্বও সরকারের।
তাই লাখো কোটি অবহেলিত বিপন্ন খেটে খাওয়া মানুষের ন্যূনতম জীবন ধারণের সুযোগ সৃষ্টিতে মালিক পক্ষের পাশাপাশি সরকারকেও বিশেষ পদক্ষেপ নিতে হবে। সাম্য ও ইনসাফভিত্তিক কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এই মানবিক দায়িত্ব পালন থেকে নিষ্কৃতি কাউকে দেয়নি ইসলাম।
আপনার অধীন শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আপনি মানবিক-দায়িত্বশীল আচরণ করুন। ২০ রমজানের আগেই তাদের ন্যায্য পাওনা তথা বেতন-বোনাস পরিশোধ করুন। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিন।
‘ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরি দিয়ে দাও’- মহানবীর (দ.) এই নির্দেশনা সবাই মেনে চলুন। শান্তিতে থাকুন সবাই।