আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৪০

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেল সিলেটের ৪৮১টি মাদরাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১১:১২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেল সিলেটের ৪৮১টি মাদরাসা

সিলেটের বার্তা ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা পেয়েছে সিলেট বিভাগের ৪৮১টিসহ দেশের ৬ হাজার ৯শ’ ৫৯টি কওমি মাদরাসা।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ৬৯৫৯টি কওমি মাদরাসাক ৮ কোটি ৩১ লাখা টাকা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রে জানা যায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের কওমি মাদরাসার পাশে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, ইএফটির মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে। রংপুর বিভাগে ৭০৩টি মাদরাসা, রাজশাহী বিভাগে ৭০৪টি মাদরাসা, বরিশাল বিভাগে ৪০২টি মাদরাসা, ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি মাদরাসা, খুলনা বিভাগে ১ হাজার ১১টি মাদরাসা, সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১ ও বরিশাল বিভাগের ৪০২টি মাদরাসা এ সহায়তা পাবে।

আরও পড়ুন:  বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, মেজরটিলায় যুবক আটক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১