আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৩:৫০

সিলেটে কর্মহীন মানুষের মাঝে বাসদের খাদ্য ও অর্থ সহায়তা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ
সিলেটে কর্মহীন মানুষের মাঝে বাসদের খাদ্য ও অর্থ সহায়তা

প্রেসবার্তা:: সিলেটের কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছে সিলেট জেলা বাসদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে খাদ্য ও নগদ অর্থ বিতরন করেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, মাহবুব হাওলদার, চা শ্রমিক ফেডারেশনের সন্দিপ রঞ্জন নায়েক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

ত্রান বিতরন কালে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে কর্মহারা ঘরবন্দি শ্রমজীবী মানুষকে রক্ষায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। সরকারি ত্রান পর্যাপ্ত না থাকায় ১মাসের অধিক সময় ধরে ঘরবন্দি নিম্নবিত্ত- মধ্যবিত্ত মানুষ খাদ্র সংকটে মানবেতর জীবনযাপন করছে।

নেতৃবৃন্দ- অবিলম্বে করোনা মহামারীতে ঘরবন্দি মানুষের মধ্যে পর্যাপ্ত খাদ্র সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:  আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে: সুনামগঞ্জে তারুণ্যের জয়যাত্রায় বক্তারা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০